স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্সকে নিজের রুপে আরেকবার দেখতে পেল গোটাবিশ্ব। এর আগে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনে নানা কথায় ভারতীয় বোলারদের রীতিমত অপমান করেছিলেন ভিলিয়ার্স!
তবে না প্রথম ওয়ানডে এর কোনো জবাব দিতে পারেননি ভারতীয় বোলাররা। ভিলিয়ার্সের আগুন ঝরা ব্যাটিংয়ের কাছে কাঁদতে হলো ভারতীয় বোলারদের। এদিন চারের চেয়ে বেশি সংখ্যোক ছক্কা হাঁকান ভিলিয়ার্স।
অপরাজিত থেকে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। ৭৩ বলে ১০৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ভিলি। তার ব্যাট থেকে আসে ৬ টি ৬ ও পাঁচটি চারের মার।
৫ উইকেটে ভারতের বিরুদ্ধে রানের হিমালয় গড়ে তারা। ইমরান তাহির ও স্টেইনদের সামাল দিয়ে জয়ের জন্য এখন ভারতের প্রয়োজন ৩০৪ রান। এর আগে ভারত টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় আফ্রিকার কাছে।
সেদিক থেকে এই রান টপকাতে বেশ মনযোগ থাকবে ভারতের।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর