মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০২:১১:০৪

বিমান বিধ্বস্তের এলাকা থেকে 'ছয়জন জীবিত উদ্ধার'

বিমান বিধ্বস্তের এলাকা থেকে 'ছয়জন জীবিত উদ্ধার'

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের সদস্যসহ ৮১ আরোহীকে নিয়ে কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ব্রাজিল থেকে যাত্রা করা বিমানটি বলিভিয়ায় যাত্রাবিরতি নেওয়ার পর কলম্বিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। কলম্বিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে এক বিবৃতিতে মারিয়া কর্ডোভা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তারা বিমানের আরোহী ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে আমরা জানতে পেরেছি, লা ইউনিয়নের কেরো গোর্দো শহরে এ দুর্ঘটনা ঘটেছে এবং বিমানে চাপোকোয়েন্সে রিয়েল ফুটবল দলের সদস্যরাসহ ৭২ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। ছয়জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।’

ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসের ওই ফুটবল দলটি লাতিন অঞ্চলের ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চূড়ান্ত পর্যায়ে খেলার কথা ছিল। বুধবার মেডেলিনে আতলেতিকো ন্যাশিওনালের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবারের এ দুর্ঘটনার পর এ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।
২৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে