বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০৫:২৩

রেকর্ডের পরেই বড় লজ্জা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

রেকর্ডের পরেই বড় লজ্জা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: ঠিক আগের দিন রেকর্ড করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এর ঠিক পরেই দিনই বড় লজ্জা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৬১ বল হাতে রেখে নয় উইকেটের জয় পাকিস্তানের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের জয়টাকে বড় বলতেই হচ্ছে।

বলা যায়, ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি মাঠে পাকিস্তানের মেয়েদের কাছে এরকম বিধ্বস্তই হল রুমানা আহমেদের। এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হেরে শুরু করেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিক থাইল্যান্ড ও নেপালের বিপক্ষে প্রত্যাশিত বড় জয় পেলেও জয়রথ থামালো পাকিস্তান।

টসে জিতে ১৫.৩ ওভারে অল আউট হওয়ার আগে বাংলাদেশের মেয়েরা করতে পারে মাত্র ৪৪ রান। মাত্র দুই ব্যাটসম্যান দুই অংকে পৌঁছাতে পারেন। সাবেক অধিনায়ক জাহানারা আলম ১২ ও বর্তমান অধিনায়ক রুমানা ১১ রান করেন।

জবাবে, দশম ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান। জাভেরিয়া খান ২৬ ও ইরাম জাভেদ ১৭ রানে অপরাজিত ছিলেন। একটি উইকেট পান বাংলাদেশের খাদিজা তুল কুবরা।

আগামী তিন তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে