বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ০৫:২৫:৩৬

এবার আসিফকে ধুয়ে দিলেন বিপিএলের কর্মকর্তারাও

এবার আসিফকে ধুয়ে দিলেন বিপিএলের কর্মকর্তারাও

স্পোর্টস ডেস্ক : বরিশাল বুলসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলায় এবার মুশফিককে সমর্থন দিয়ে আসিফ আকবরকে ধুয়ে দিলেন খোদ বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও।  

আসিফের মন্তব্য সম্পর্কে সদস্য সচিব বলেন, ‘ফেসবুক তো একটা প্ল্যাটফর্ম। একজন নামকরা গায়কের একটা প্ল্যাটফর্মে এরকম কথা লেখা উচিত হয়নি। আপনার যদি ব্যক্তিগত মত হয়, যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তাই ব্যক্তিগত মতটা পাবলিক ফোরামে না বলাই ভালো। ফেসবুকে একটা কথা বলে দিলে, এতে মানুষের মনে সন্দেহ তৈরি করে। এটা সঠিক সিদ্ধান্ত নয়। যে কারণে মুশফিকের উত্তর আমি মনে করি সঠিক, ও তো হতাশ হতেই পারে।’

আসিফ সুস্থ মস্তিষ্কের নন এমনটা প্রশ্ন তোলেন বুলসের অধিনায়ক মুশফিক। এবার ইসমাইল হায়দার মল্লিকের সমর্থনও পেলেন মুশফিক। মল্লিক বলেন, স্বাভাবিকভাবে উনার (আসিফ) এই কথাটা, যেটাতে উনি নিজেই বলছেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই, সন্দেহের ভিত্তিতে বলছি, সেক্ষেত্রে মুশফিকের প্রতিক্রিয়া তো পুরোপুরি সঠিক, যে কিনা দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এই বিপিএলের। খেলায় তো হারজিত আছেই। আপনি চিটাগাংয়ের খেলা দেখেন, কত ম্যাচ হারছে পরে জিতছে। সেরা দল করেও কিন্তু কখনো জেতা যায় না।

উল্লেখ্য, বিপিএলে বরিশাল বুলসের কিছু ক্রিকেটারের প্রতি ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ তোলেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। বিষয়টা মোটেও ভালো ভাবে নেননি বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। জবাবে গতকাল সংবাদ সম্মেলনে আসিফের অভিযোগকে পাগলের প্রলাপ বলেছিলেন।

৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে