রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৪:১৬:১৯

ভারতের মূল বোলার ছিটকে গেলেন

ভারতের মূল বোলার ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার প্রথম ওয়ানডে যেন কাল হলো ভারতের জন্য। প্রথম ওয়ানডেতে শুরুতে বোলিং আক্রমণে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে বেশ সাফল্য পায়। ভারত নিজেদের বোলিং সেসনে প্রথম সাফল্য পায় রবিচন্দ অশ্বিনের বলে। অশ্বিনের বলে আউট হন আফ্রিকার মারকুটে ওপেনার ডি কক।

কিন্তু বেশিক্ষণ মাঠে থাকা হয়নি অশ্বিনের। ভাগ্যে তার কি আছে সেটা অজানা। নিজের বলেই মাটিতে লুটিয়ে পড়েন অশ্বিন। আহত হয়ে চলে যান মাঠের বাইরে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসাহ পর্ব সারলেও কখন ফের মাঠে নামতে পারবেন এটা এখনো জানা যায় নি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে হরভজনকে।

অশ্বিন ৪ ওভার ৪ বল করেন। তার ইকোনমি চমৎকার। গড়ে ৩ রান করে দিয়েছেন তিনি। অশ্বিনের প্রয়োজনীয়তা তার আহত হওয়ার পরেই টের পায় ভারত।

আফ্রিকার বিরুদ্ধে এখন কঠিন চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে ভারতকে। ভারতীয় দলের বোলিং আক্রমনে মূল বোলার বেশ আগেই নিজের অবস্থান করে নিয়েছিলেন অশ্বিন।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে