বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৮:৫১:৪২

হাফিজকে সুখবর দিলো আইসিসি

হাফিজকে সুখবর দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটের জন্যও বড় সুখবর এটি। পাকিস্তানি অফস্পিনার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করলো আইসিসি। গত ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা পোহান পাকিস্তানের এ অফস্পিনার।

গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হাফিজের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেন আম্পায়াররা। হাফিজের বোলিংয়ে সন্দেহ দেখানো হয় ২৪ মাসে দ্বিতীয়বার।  

ইনজুরির কারণে পরীক্ষা দিতে দেরি হয় তার। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আইসিসির ল্যাবরেটরিতে পরীক্ষা দেন হাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ সিরিজে এজবাস্টন টেস্টের পর দল থেকে বাদ পড়েন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও পাকিস্তান দলে রাখা হয়নি তাকে।
১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে