বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১১:৫৪:৪৬

দল থেকে বাদ পড়ায় বোর্ডের বিরুদ্ধে লড়বেন ব্রাভো

দল থেকে বাদ পড়ায় বোর্ডের বিরুদ্ধে লড়বেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক: দল থেকে বাদ পড়েই বসে নেই তিনি। লড়বেন বোর্ডের বিরুদ্ধে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ড্যারেন ব্রাভে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বিরুদ্ধে আইনী লড়াইয়ে নামছেন। ব্রাভোর দাবি, ট্যুর ম্যানেজমেন্ট কমিটি তাকে বেআইনী কায়দায় সিরিজ থেকে ছিটকে ফেলেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডব্লিউআইসিবি’র সভাপতি ডেভ ক্যামেরন ‘অনৈতিক ভাবে’ চুক্তি ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন ব্রাভো। আর এই ক্রিকেটারের আইনজীবী এরই মধ্যে মামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও ব্রাভো ধুয়ে দিয়েছেন ডব্লিউআইসিবি’র সভাপতিকে। তিনি ক্যামেরনকে ‘এ বিগ ইডিয়ট’ বলেও গালমন্দ করেছেন। আর তারই জের ধরে গত শুক্রবার এই ক্রিকেটারের সাথে চুক্তি বাতিল করে ডব্লিউআইসিবি।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি অনুসারে ‘সি’ গ্রেডের অন্তর্ভূক্ত ব্রাভো। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকো’র এই ব্যাটসম্যানকে বাদ দিয়ে বোর্ড প্রধান জানিয়েছিলেন, মূলত বাজে পারফরম্যান্সেরই বলি হয়েছেন তিনি। তবে, এই ব্যাখ্যা ব্রাভোর কাছে গ্রহনযোগ্য মনে হয়নি।
১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে