স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ধোনিরা। দক্ষিণ আফ্রিকা বিশাল রানের টার্গেট দাঁড় করালেও তা অতিক্রম করার পথে ছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয় ভারতীয় সমর্থকদের।
দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরেছে ঠিকই কিন্তু পারফর্মের বিবেচনায় এটা পরিস্কার যে ভারত মূলতঃ দুই জন আফ্রিকান ক্রিকেটারেই ক্রিকেট ছন্দের ডুবে যায়।
রোহিত শর্মা একাই করেন ১৫০ রান। যেখানে প্রয়োজন ছিল ৩০৪ রানের। ১৩৩ বলে ওই রান করেন রোহিত। অন্যহিকে রায়ানে করেন ৬০ রান। কিন্তু আর কোনো ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেননি।
তাহির ও রাবাদা দুটি করে উইকেট নেন। রাবাদা থামান ভারতের জয়। ভারতের প্রয়োজন যখন ৬ রান তখন শেষ ওভারের ৪র্থ ও ৫ম বলে ধোনি ও বিনিকে আউট করে দলকে জয় এনে দেন রাবাদা।
অন্যদিকে আফ্রিকার জয়ে অবদান ভিলির। তিনি টর্নেডো গতিতে ১০৪ রান করে রানের চাকাকে তিনশর উপরে রান নিয়ে যান। ৭৩ বলে এই রান করেন তিনি।
ভারত ভালো খেলেও এই দুই জনের ক্যারিশমাকে ছাপিয়ে যেতে পারেনি। এ জয়ের মাধ্যমে ৫ ম্যাচের ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফ্রিকা।
১১ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর