শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৩:৩৮

‘মানুষ আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, এগিয়ে যায় প্রকৃত সত্যর পথে’

 ‘মানুষ আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, এগিয়ে যায় প্রকৃত সত্যর পথে’

স্পোর্টস ডেস্ক: এবার নিজের ফেসবুকে ভিন্নধর্মী একটি স্ট্যাটাস দিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। ফেসবুকে এক পোষ্টে তিনি লিখেছেন, ছিলাম ব্যাটসম্যান, কোচ বানিয়ে দিলেন পেস বোলার। সুযোগ এলো বোলিং অলরাউন্ডার হওয়ার। গল্পটা পুরনো তবুও বলতে হয় – আমার মাথায় চুল ছিলো, ষ্টাইল মারতাম অনিল কাপুরের মত।

রান আপ শুরু হওয়ার পর বল ডেলিভারীর আগে সূর্যের আলোয় উল্টো দিকের ছায়ায় নিজের চুলটা কিভাবে উড়ে,তাই দেখতাম। মনযোগ নষ্ট হলেই বাউন্ডারী খেতে হয়। ভুল হয়েছে, তাতে কি- চুলতো হাওয়ায় উড়ছে, কেউ দেখছে, ওখানেই ভালবাসা ছিলো।

গান গাওয়ার সূযোগ এলো, অভিনয়ের খাতিরে চুলে হাত দেয়া আগে ঠিক ছিলো। এখন শুধু ঘাম বের হয়, তালু পাতলা হয়ে গেছে, বয়স বাড়ছে, বংশগত ভাবেই চুলের নিরাপত্তা অনিশ্চিত ছিলো। এখনো গান গাই,মাথায় হাত দেই, চুল উঠে আসে, সঙ্গে ঘাম। চুলের মৃত্যু আমাকে ভাবায়নি,তবে ঘটনা দৃশ্যমান,বয়স বাড়ছে,প্রভাত হাসছে ।

সারাজীবনে তিনবার চুল বড় রেখেছি,আর বোধহয় রাখা হবেনা, চাইলেও হয়তো পারবো না। মাথায় চুল কমে গেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। নিয়মিত ঔষধ খেতে হয় ব্লাডপ্রেসার আর কোলেষ্টোরেল নিয়ন্ত্রনের জন্য। এভাবেই মানুষ আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, এগিয়ে যায় প্রকৃত সত্য আলিঙ্গনের পথে।

জন্ম থেকে মৃত্যু শুধুই একটা মূহুর্ত, একটু পৃথিবীতে ঘুরে যাওয়া এলিয়েনদের সসারের মত। যেভাবে রাতের স্বপ্ন মিলিয়ে যায় স্মৃতির অতল গহবরে, ঠিক সেরকম। কারো প্রতি কোন বিদ্বেষ নেই, শুধু ভালবাসা … তবে উপলদ্ধি একটাই – মেয়েরা চুল বাধার মত কঠিন কাজটা সারাজীবন আরামসে করে … ভালবাসা অবিরাম ...............।।
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে