শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৪:১১:০৭

ফের ব্যাট হাতে নিচ্ছেন ৪৭ বছরের ব্রায়ান লারা

ফের ব্যাট হাতে নিচ্ছেন ৪৭ বছরের ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তী ব্রায়ান লারা ফের ক্রিকেট খেলবেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর রেকর্ডের বরপুত্রের হাতে ব্যাট উঠেছে কালে ভদ্রে।

তবে আবার ক্রিকেটে ফিরছেন ৪৭ বছরের লারা। তবে প্রীতি ম্যাচের জন্য। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট উৎসবে অ্যাডামা গিলক্রিস্ট, রিকি পন্টিংদের সাথে ব্যাট হাতে মাঠ মাতাবেন ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি লারাও।

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটের সবচেয়ে বড় ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ডে লারা নিজেকে প্রায় অমর করেই রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবেও ভিন্ন উচ্চতার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে পার্থ স্কচার্সের টি-টোয়েন্টি প্রদর্শণী ম্যাচ হবে ১৩ ডিসেম্বর। সেখানে খেলবেন লারা।

লারা খেলবেন লিজেন্ড দলে।তার সাথে পন্টিং, গিলক্রিস্ট, অ্যান্ড্রু সাইমন্ডসরা থাকবেন। দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসও লারার দলে। পার্থে বার্ষিক এই খেলার আয়োজনে ২০১৪ ও ২০১৫ সালেও খেলেছেন লারা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রাজপুত্র খেলাটা যে এখনো দারুণ খেলেন তারও প্রমাণ মিলেছে। গেল দুবারই ফিফটি করেছেন লারা। এবারও ভক্তদের চোখ লারার ব্যাটে
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে