শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৪:০৫

নিহতের জায়গায় অবসর ভেঙে বিনা টাকায় খেলবেন রোনালদিনহো-হুয়ান

নিহতের জায়গায় অবসর ভেঙে বিনা টাকায় খেলবেন রোনালদিনহো-হুয়ান

স্পোর্টস ডেস্ক: গত সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন দলের ১৯জন খেলোয়াড়। ব্রাজিলিয়ার লীগে শাপেকোয়েনসের হয়ে সর্বশেষ ম্যাচে যে ১১ জন ছিলেন তার ১০ জন-ই মারা গেছেন বিমান দুর্ঘটনায়।

ইনজুরির কারণে সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়া দলে ছিলে না গোলরক্ষক নিভালদো। কিন্তু সতীর্থরা নিহত হওয়ার পর শোকে ফুটবলকে বিদায় বলে দিয়েছেন তিনি। দুর্ঘটনার পরও বেঁচে যাওয়া ফুটবলার জ্যাকসনের ডান পা কেটে ফেলা হয়েছে। এতে শোকে স্তব্ধ শাপেনকোয়েনস।

ব্রাজিলিয়ান লীগে খেলার মতো খেলোয়াড় এখন তারা পাচ্ছে না। কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে ফাইনালের প্রথম লেগ খেলে ফেরার পর লীগ তাদের খেলা ছিল অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে।

ম্যাচটি পিছিয়ে ১১ ডিসেম্বর নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কাদেরকে নিয়ে একাদশ গঠন করবে শাপেশোয়েনস? দলের এমন কঠিন অবস্থার মধ্যে তাদের পাশে দাঁড়ালেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনেহো। তিনি ক্লাবটির হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো খেলে দিবেন।

এর বিনিময়ে  কোনো অর্থ নিবেন না। একই কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার হুয়ান রেমান রিকুয়েলমে। শাপেকোয়েনসের হয়ে খেলার জন্য তিনি অবসর ভাঙবেন বলে জানা গেছে। রোনালদিনহোর মতো তিনিও কোনো টাকা নিবেন না। রোনালদিনহোর বড় ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করেছেন।
০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে