রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৮:০৭:৪০

ব্রাজিল নয়, বার্সেলোনা সম্পর্কে মুখ খুললেন নেইমার

ব্রাজিল নয়, বার্সেলোনা সম্পর্কে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার বিহীন ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে চিলির কাছে হেরে যাওয়ার পর থেকেই ভক্তরা নেইমারের মন্তব্য জানার জন্য উদগ্রীব হয়েছিল। তবে নেইমার ব্রাজিল সম্পর্কে কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি। বরং নিজ ক্লাব বার্সেলোনা সম্পর্কে তিনি বলেছেন, প্রথম দল হিসেবে বার্সেলোনাই চ্যাম্পিয়নস লীগ শিরোপা ধরে রাখবে।

গত বছর ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নেইমার তৃতীয় গোলটি করেছিলেন। এই শিরোপার পাশাপাশি লা লিগা ও কোপা ডেল রে জয় করে ট্রেবল জয় করে লুইস এনরিকের দল। ১৯৯২ সালে ইউরোপীয়ান কাপ থেকে চ্যাম্পিয়নস লীগ নাম হবার পর থেকে গ্রুপ পর্ব চালু হয়। আর তখন থেকে কোন দলই পরপর দুইবার কন্টিনেন্টাল এই শিরোপা ধরে রাখতে পারেনি। ইউরোপের সর্বোচ্চ লীগে এবারও শিরোপা জয়ের দৌড়ে শীর্ষ দলগুলোর মধ্যে বার্সাই এগিয়ে রয়েছে। যদিও সব ধরনের প্রতিযোগিতায় তাদের এবারের মিশনের শুরুটা খুব একটা ভাল হয়নি।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাতকারে নেইমার বলেছেন, আমাদের মধ্যে সেই গুনাবলী রয়েছে, আমরা একটি অসাধারণ দল, দারুন প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় এখানে রয়েছে। আশা করছি এবারও আমরা শিরোপা ধরে রাখতে পারবো। প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জনে আমরা নিজেদের সেরাটাই দিতে চেষ্টা করবো।

২০১৩-১৪ প্রথম মৌসুমটা অবশ্য ক্যাম্প ন্যুতে ভাল কাটেনি ব্রাজিলিয়ান এ তারকার। তবে গত মৌসুমে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের সাথে মিলে বার্সেলোনার আক্রমনভাগ বেশ ভালই সামলেছেন নেইমার। এই তিনজন মিলে লীগ, কাপ ও ইউরোপীয়ান আসরে ১২২ গোল করেছেন। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আগামী নভেম্বর পর্যন্ত মেসিকে পাচ্ছে না বার্সেলোনা। আর সে কারনেই কোচ লুইস এনরিকেকে বিকল্প চিন্তা করতেই হচ্ছে। ইতোমধ্যেই লা লিগায় দুই ম্যাচ হেরেছে কাতালান জায়ান্টরা। নেইমার বলেছেন, এখানে আমি ইতিহাস রচনা করতে এসেছি। আরেকটি চ্যাম্পিয়নস লীগ, লা লিগা এখন আমার স্বপ্ন। এজন্য আমি নিজের কাজ করে যেতে চাই। একটি দারুন মৌসুম আমরা কাটিয়ে এসেছি। এক সাথে একশরও বেশী গোল করেছি যা ছিল সত্যিই অসাধারণ। কিন্তু এখন সামনের মৌসুমটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ সবাই এর দিকে তাকিয়ে আছে। সবাই আরো বেশী নিজেকে প্রমান করতে চায়। আর এটা করতে হলে সবাইকে অবশ্যই ভিন্ন কিছু করতে হবে।
নতুন করে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফর্মেট পরিবর্তন হবার আগে ১৯৯০ সাল এসি মিলান একবার তাদের শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছিল।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে