রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৮:২১:৩৭

আমার ও ম্যারাদোনার সমকক্ষ মেসি: পেলে

আমার ও ম্যারাদোনার সমকক্ষ মেসি: পেলে

স্পোর্টস ডেস্ক: ফুটবল কিংবদন্তী ও ব্রাজিলের সাবেক তারকা পেলে এখন ভারত সফর করছেন। সফরে এসে চুনী গোস্বামী-র করা এক প্রশ্নের জবাবে ফুটবল সম্রাট পেলে বলেন, 'বর্তমানে বিশ্বফুটবলে এক জনই আমার আর মারাদোনার সমকক্ষ রয়েছে, তিনি আর কেউ নন, লিওনেল মেসি।'

রোববার কোলকাতা বিমানবন্দরে পেলেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অসুস্থ ছিলেন বলে হাঁটার জন্য সঙ্গে ওয়াকিং স্টিকও এনেছেন পেলে। তাঁকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় বিমানবন্দরে। গাড়িতে ওঠার সময় সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন পেলে। সেখান থেকেই সোজা তাজ বেঙ্গলে।

হোটেলে পেলেকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চুনী গোস্বামী। তিনি পেলের সঙ্গে খানিক ক্ষণ কথাও বলেন। সেখানেই বিশ্ব ফুটবল নিয়ে তিনটি প্রশ্ন উঠে আসে। চুনী প্রথমে তাঁকে জিজ্ঞাসা করেন, 'আপনাকে দেখে খুব অসুস্থ লাগছে। আপনি ফুটবল খেলতে পারবেন?' তাতে পেলে জানান, ফুটবল খেলার মতো অবস্থায় তিনি নেই হাঁটতেও অসুবিধা হচ্ছে বলে সঙ্গে করে ওয়াকিং স্টিক এনেছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল ব্রাজিলের ফুটবল নিয়ে। সাম্প্রতিক কালে ব্রাজিল ফুটবলের করুণ দশা-র কারণ কী? তাতে পেলের অভিমত, স্কিলফুল প্লেয়ারের অভাব ঘটছে। সঙ্গে আরও ভালো মানের ফুটবলার তুলে আনতে হবে জাতীয় দলে। তৃতীয় প্রশ্ন ছিল মেসি-রোনালদো নিয়ে। সেই প্রশ্নের জবাবেই তিনি বলেন, মেসিই এখন সেরা। একমাত্র তাঁকেই মারাদোনা বা পেলের কাছাকাছি ধরা যেতে পারে।

ফুটবল সম্রাটের সঙ্গে কথা বলে চুনী গোস্বামীর প্রতিক্রিয়া, 'ওঁকে দেখে আমার একটু খারাপই লাগল। আমার থেকে ৪ বছরের ছোট। বেশ অসুস্থই মনে হয়েছে ওঁকে।' মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী কাল পেলেকে নিজের পুজো চেতলায় নিয়ে যেতে চান। এ কথা জানার পর রাজ্যের বাকি মন্ত্রীরা যাঁরা পুজোর সঙ্গে যুক্ত, তাঁদের প্রতিক্রিয়া কী হবে সেটা এখন দেখার বিষয়।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে