রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৮:৩২:৫৫

টাইগার মোসাদ্দেকের লক্ষ্য সেই ক্রিকেট কিংবদন্তীকে পেছনে ফেলা

টাইগার মোসাদ্দেকের লক্ষ্য সেই ক্রিকেট কিংবদন্তীকে পেছনে ফেলা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তরুণ তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলে এখনো তার সুযোগ না হলেও মোসাদ্দেকের নজর চলে গেছে বিশ্বক্রিকেটে। তার লক্ষ্য শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পাশে নিজের নামটি বসানো। এমন কি সাঙ্গাকারাকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছেও রয়েছে তার। আর সে পথে অনেকটাই এগিয়েছেন এই ব্যাটসম্যান। চলতি বছরে ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই করেছেন ছয়টি সেঞ্চুরি। মোসাদ্দেক ছাড়া ২০১৫ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই কৃতিত্ব(৬টি সেঞ্চুরি) রয়েছে শুধুমাত্র কুমার সাঙ্গাকারার। লক্ষ্য তাই এবার লঙ্কান ব্যাটিং সুপারস্টারকে পেছনে ফেলা।

সহসাই সেটা হচ্ছে না বলে খানিকটা আফসোসই করতে দেখা গেল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ‘এ’ দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেনকে। ‘এ’ দলের ক্যাম্পে যোগ দেয়ায় জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলা হয়নি তার। সাঙ্গাকারার রেকর্ড ভাঙ্গতে হয়তো এই রাউন্ডকেই লক্ষ্য বানিয়েছিলেন তিনি।   

এ বিষয়ে ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘নির্বাচকরা ফোন দিয়ে বলেছেন তুমি ‘এ’ দলের সাথে যাচ্ছ। পরবর্তী ম্যাচটা তুমি খেলতে পারবে না। ঘরোয়া ক্রিকেটে যে পরিকল্পনা নিয়ে আমি আগাচ্ছিলাম, আরেকটা সেঞ্চুরি করতে পারলে হয়তো সাঙ্গাকারার রেকর্ডটা ভাঙতো। কিন্তু আমি সুযোগটা পাইনি।’

লড়াইটা এবার ঘরোয়া ক্রিকেটে নয়। বাইরের মাঠে অচেনা প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। তবে এখানেও ঘরোয়া লিগের মতো করে পারফর্ম করতে চান মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক বলেন, ‘আমাকে ‘এ’ দলে সাথে যেতে হচ্ছে। আমার চেষ্টা থাকবে ঘরোয়া লিগে যে পারফরম্যান্স ছিল তার ধারাবাহিকতা বজায় রাখা। সুযোগ পেলে ভালো খেলব ইনশাল্লাহ।

নতুন একটা পরিবেশ। ওখানে নিজেকে প্রমাণ করাটা কতোটা চ্যালেঞ্জিং হবে? তরুণ এই ব্যাটসম্যান বলছেন, ‘এর আগে আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলেছি। ওখানকার উইকেট সম্পর্কে একটু হলেও ধারণা আছে। বাইরে কোথাও সফরে যাইতে পারিনি। তো মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হবে। কারণ কঠিন উইকেট, আবহাওয়া থাকবে। তবে এটা মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে আমাকেই।’
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে