রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৯:৪২:১৭

সেই দুঃসহ স্মৃতি ভুলতে চান সৌম্য

সেই দুঃসহ স্মৃতি ভুলতে চান সৌম্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের উদিয়মান প্রতিভা সৌম্য সরকার। যিনি ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ব্যাটিং ঝলক দেখিয়েছিলেন। কিন্তু হঠাৎ বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ভারত সফরে গিয়ে তিনি তেমন কোন সুবিধা করতে পারেন নি। বলতে গেলে ভারত সফরের সময় তার ব্যাট থেকে তেমন একটা রানই আসেনি। এখন বিপিএলকে সামনে রেখে তাই সৌম্য সেই ভারত সফরের দুঃসহ স্মৃতি ভুলতে চান।

রোববার গণমাধ্যমকে বাহাঁতি এই ব্যাটসম্যান বলেন, ‘ক্রিকেট খেলাটা আমি সব সময়ই উপভোগ করি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। চেষ্টা করব সেখানে নিজের ব্যাটিং ও দলের সাথে সব সময় উপভোগ করার। আর সহ-অধিনায়ক হয়েছি এসব নিয়ে ভাবছি না। নিজের ব্যাটিং ও পুরো খেলাটা উপভোগ করব। তাতে যে পারফরম্যান্স আসে।’

এরপরই ভারত সফর নিয়ে কথা বলেন তরুণ এই ব্যাটসম্যান। বলছেন, ‘ভারতে যেটা হয়েছে আমি চেষ্টা করছি তা ভুলে যেতে। পরবর্তীতে যেটা আসছে সেখানে যেন ভালো করতে পারি তার জন্য অনুশীলনটা খুব মন লাগিয়ে করছি। যেটা ভুল হয়েছে সেটার উপরই বেশি জোড় ছিল। যাওয়ার আগে নিজেকে আরো প্রস্তুত করার চেষ্টা করছি।’  
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে