স্পোর্টস ডেস্ক: ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। প্যারিস সেইন্ট-জার্মেইর ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার বৃহস্পতিবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন। সে ম্যাচে ২-০ গোলে পরাজিত হয়েছে দুঙ্গা বাহিনী। এ কারনেই মঙ্গলবার ঘরের মাঠ ফোরতালেজায় ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলিয়ান চিকিৎসক ডেভিড লুইজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না। ইতোমধ্যেই চেলসির সাবেক এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে প্যারিসে ফিরে গেছেন।
লুইজ ছাড়াও গ্রেমিও গোলরক্ষক মার্সেলো গ্রোহে অনুশীলনে সমস্যায় পড়ায় ব্রাজিলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই দুজনের চলে যাওয়া নিশ্চিত করা হয়েছে। এখনো পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ব্রাজিল।
তবে বাস্তিয়ার বিপক্ষে আগামী শনিবার লীগ ওয়ানের ম্যাচ এবং ২১ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে লুইজকে না পাওয়াটা পিএসজির জন্য দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ