রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ১০:২৬:২৬

হারিয়ে যাচ্ছেন সেই ধোনি

হারিয়ে যাচ্ছেন সেই ধোনি

স্পোর্টস ডেস্ক: একট সময় ছিল, প্রতিপক্ষ যত কঠিন টার্গেটই দাঁড় করাক না কেন শেষের দিকে ধোনির ব্যাটেই জয় ছিনিয়ে এনেছে ভারত। কঠিন ম্যাচে মাথা ঠান্ডা রেখে ততোধিকবার জয়ের মালা ধোনিরাই পরেছে। ধোনির এই সুকৌশলের কারণেই মূলত তার হাত ধরে এসেছে বিশ্বকাপ। কিন্তু সম্প্রতি ধোনির পারফর্মেন্সগুলো থেকে সেই ফিনেশার ধোনিকে আর চোখে পড়ছে না। মূলত এ কারণেই একের পর এক ম্যাচ হারছে ভারত।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেকারণে হেরেছে টিম ইন্ডিয়া। ৩০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ১৫০ রানের কল্যাণে জয়ের সুবাতাস পাচ্ছিলো ভারত। ক্রিজে আছেন ধোনি, হাতে সাত উইকেট, ভারতের দরকার ২৪ বলে ৩৫ রান। রোহিত ফিরলেও ভারতীয়রা এক প্রকার নিশ্চিন্তেই ছিলো। কেননা, ক্রিজে আছেন ‘ফিনিশার’ ধোনি।
 
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিলো মাত্র ১১ রান, হাতে আছে মূল্যবান পাঁচটি উইকেট। ধোনির বিপক্ষে বল করতে এলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ক্যাগিসো রাবাদা। কিন্তু ধোনি ক্রিজে থাকার পরও শেষ ওভারে দুই উইকেট হারিয়ে ভারত তুলতে পারলো মাত্র ৬ রান। অনেকটাই নিশ্চিত জয়ের মুখ থেকে ছিটকে পড়লো ভারত।
 
চাপের মুখে ম্যাচ বের করতে পারলেন না ধোনি। শেষ ওভারের চতুর্থ বলে রাবাদার কাছে পরাস্ত হলেন তিনি। অবাক করার মত ব্যাপার ৩০ বলে ৩১ রানের ইনিংসে একটি মাত্র বাউন্ডারি মেরেছেন ধোনি!

স্লগ ওভারে ধোনির স্ট্রাইকিং রেট ক্রমেই ধসে পড়ছে। চলতি বছরে ইনিংসের শেষ ১০ ওভারে ধোনির স্ট্রাইকিং রেট ১১৪ যা ২০১৩ সালে ছিলো ১৫১ ও ২০১৪ সালে ছিলো ১৩৪।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে