রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ১০:৪০:৪৮

মেসির বিরুদ্ধে মামলা দায়েরকারীরা যা চায়

মেসির বিরুদ্ধে মামলা দায়েরকারীরা যা চায়

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল বিশ্বের তারকা ফুটবলার আর্জেন্টিনার অধিনায়ক লিউনেল মেসি বর্তমানে হাটুর ইনজুরির কারণে মাঠের বাইরে অবস্থান করছেন। ইনজুরির কারণে তাকে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। ঠিক এই মুহুর্তে লিউনেল মেসির বিরুদ্ধে দায়ের করা একটি কর ফাঁকির মামলা মাথা চাঁড়া দিয়ে উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছে মামলাটিতে মেসি যদি হেরে যায়, তাহলে তার জেলেও হতে পারে।

শনিবার সরকারি আইনজীবি মার্কোস মাসের সঙ্গে মেসির কর মামলা সংক্রান্ত বিষয় নিয়ে স্প্যানিশ ক্রীড়াপত্রিকা মার্কা আলোচনা করে। সেই আলোচনায় উঠে আসে মেসির কারাদণ্ড থেকেমুক্তি পাওয়ার বিষয়টি। বার্সেলোনার সাবেক ডিসিপ্লিনারি কমিশনার মার্কোস মাসও মনে করেন মেসির মামলাটি জরিমানার মধ্যদিয়ে শেষ হওয়া উচিত।

মার্কোসের সাথে মার্কার প্রশ্নোত্তরগুলো হুবুহু তুলে ধরা হলোঃ

প্রশ্ন: মেসির কী জেলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে?
মার্কোস মাস: না, মেসির জেল হওয়া উচিত নয়।

প্রশ্ন: কর কর্তৃপক্ষের মনোভাব ও পাবলিক প্রসিকিউশন অফিসের মধ্যে পার্থক্য কেন?
মার্কোস মাস: কারণ, তারা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করে। যখন কেউ আলাদা বিষয় নিয়ে কেউ কাজ করবে তখন স্বাভাবিকভাবেই পার্থক্য পরিলক্ষিত হবে।

প্রশ্ন: পাবলিক প্রসিকিউশন অফিস কী বিচারের দিন তাদের মত পরিবর্তন করতে পারে?
মার্কোস মাস: না, সেটা অসম্ভব।

প্রশ্ন: বিষয়টা মেসির জন্য কী খুব দেরি হয়ে গেছে?
মার্কোস মাস: দেরী হয়েছে বলা যাবে না। কেননা, বিচারের দিনও একটি চুক্তি কিংবা মীমাংসায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

প্রশ্ন: কখন বিচারকার্য শুরু হবে এবং মেসির পরিস্থিতি কী?
মার্কোস মাস: সেটা এখনই বলা সম্ভব নয়।

প্রশ্ন: সেটা কী মেসির চ্যাম্পিয়নস লিগে খেলার কোনো দিনের সঙ্গে সাংঘর্ষিক হবে?
মার্কোস মাস: তেমনটি যদি হয় এবং যথোপোযুক্ত কারণ থাকে তাহলে অবশ্যই শুনানির দিন তারিখ পেছানো হবে।

প্রশ্ন: এই মামলায় কর কর্তৃপক্ষ আসলে কী চায়?
মার্কোস মাস: তারা আসলে কাউকে কারাগারে পাঠাতে চাচ্ছে না। অথবা কর দেওয়ার ক্ষেত্রে কোনোদৃষ্টান্তও সৃষ্টি করতে চাচ্ছে না। তারা যদি বিশ্বাস করে যে, এখানে এটি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে তারা সেটার বিরুদ্ধে আইন অনুযায়ীব্যবস্থা নিবেই।

প্রশ্ন: স্টেট লিগ্যাল সার্ভিস কী কোনো মীমাংসায় যেতে রাজি?
মার্কোস মাস: অবশ্যই। তবে সেটা প্রাসঙ্গিক অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে।

প্রশ্ন: এই মামলাটার আদর্শ সমাপ্তি কী দেখছেন?
মার্কোস মাস: কর কর্তৃপক্ষের জন্য সবচেয়ে ভালো হবে ফাঁকি দেওয়া অর্থ এবং তার সঙ্গেজরিমানা আদায় করে রাজস্ব কোষাগারে জমা দেওয়া। আসলে সংবাদ মাধ্যমগুলোরউপস্থিতিতে কঠিন বিচারিক প্রক্রীয়ায় বিচারকার্য অনুষ্ঠিত হবে। তবেখেলোয়াড়ের সর্বোত্তম স্বার্থটি হয়তো দেখা হবে।
তথ্যসূত্র: স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে