স্পোর্টস ডেস্ক : এর আগেও তিনি এমনটা বলেছিলেন। আজো একই কথা শোনালেন। চুনী গোস্বামীর করা প্রশ্নে ফুটবল সম্রাট পেলে বলেন, বর্তমানে বিশ্ব ফুটবলে একজনই আমার আর ম্যারাডোনার সমকক্ষ রয়েছে, তিনি আর কেউ নন, লিওনেল মেসি।
দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি কাটাতে সারাদিন কোনো কর্মসূচি রাখেননি তিনি। রোববার বিমানবন্দর থেকে সরাসরি হোটেল পৌঁছেন তিনি। সেখানেই সারাদিন বিশ্রাম নেন।
বিমানবন্দরে পেলেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অসুস্থ ছিলেন বলে বিমানবন্দর থেকে তাকে কার্টে করে বাইরে নিয়ে আসা হয়। হাঁটার জন্য সঙ্গে ওয়াকিং স্টিকও এনেছেন পেলে। তাকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় বিমানবন্দরে। গাড়িতে ওঠার সময় সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন পেলে। সেখান থেকেই সোজা তাজ বেঙ্গলে।
হোটেলে পেলেকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চুনী গোস্বামী। তিনি পেলের সঙ্গে খানিকক্ষণ কথাও বলেন। সেখানেই বিশ্ব ফুটবল নিয়ে তিনটি প্রশ্ন উঠে আসে।
চুনী প্রথমে তাকে জিজ্ঞেস করেন, আপনাকে দেখে খুব অসুস্থ লাগছে। আপনি ফুটবল খেলতে পারবেন? তাতে পেলে জানান, ফুটবল খেলার মতো অবস্থায় তিনি নেই, হাঁটতেও অসুবিধা হচ্ছে বলে সঙ্গে করে ওয়াকিং স্টিক এনেছেন। দ্
দ্বিতীয় প্রশ্ন ছিল ব্রাজিলীয় ফুটবল নিয়ে। সাম্প্রতিককালে ব্রাজিল ফুটবলের করুণ দশার কারণ কী? তাতে পেলের অভিমত, স্কিলফুল প্লেয়ারের অভাব ঘটছে। সঙ্গে আরো ভালো মানের ফুটবলার তুলে আনতে হবে জাতীয় দলে।
তৃতীয় প্রশ্ন ছিল মেসি-রোনালদোকে নিয়ে। সেই প্রশ্নের জবাবেই তিনি বলেন, মেসিই এখন সেরা। একমাত্র তাকেই ম্যারাডোনা বা পেলের কাছাকাছি ধরা যেতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম