স্পোর্টস ডেস্ক: টি-২০ সিরিজে হোয়াইওয়াশের লজ্জার পর এবার একদিনের সিরিজেও হার দিয়েই খাতা খুললো ভারত। দিনের শেষে ফিকে হয়ে গেল রোহিত শর্মার ১৫০ রানের অনবদ্য ব্যাটিংও। রোববার কানপুরে প্রথম একদিনের ম্যাচে ভারতকে ৫ রানে হারিয়ে দিয়ে ৫ ম্যাচের সিরিজে ০-১-এ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াসদের ৩০৩ রানের জবাবে ২৯৮ রানেই ইনিংস শেষ করল ভারত। এদিনের ম্যাচেও যাবতীয় আশা-ভরসায় জল ঢাললেন মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মার ১৫০ রানের ঝোড়ো ইনিংসের পর ভারত ভালো অবস্থাতেই ছিল। ৮২ বলে ৬০ রান করে অজিঙ্ক রাহানেও দলকে টেনে তুলে আনেন। অন্তত ওই অবস্থা থেকে ফেরাই যেত যদি ধোনি খেলতেন।
কিন্তু সব আশায় স্রেফ জল ঢেলে দিলেন অধিনায়ক। দরকা ছিল ৬ বলে ১১ রান। একদিনের ম্যাচে যা একেবারেই মাথায় হাত পড়ার বিষয় নয়। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না ধোনি। কাগিসো রাবাডার বলে দায়িত্ব জ্ঞানহীনের মতো ক্যাচ তুলে দিলেন। ৩০ রান করে প্যাভিলিয়নে।
এরপরের পালা স্টুয়ার্ট বিনি। রাবাডার পরের বলেই ক্যাচ তুলে দিলেন বিনি। তখন ভারতের জিততে ২ বলে ৭ রান দরকার। শেষ ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের 'স্বনামধন্য' ব্যাটিং লাইন-আপ। ৭ উইকেট খুইয়ে ২৯৮ রান করেই ৫০ ওভারে ইতি টানলো ভারত।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি