স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আগের সিরিজেই চোটের কারণে ছিলেন না ক্রেইগ আরভিন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে তার ব্যাটেই ঝলক দেখেছে বিশ্ববাসী। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬০ রানের পর দ্বিতীয় ম্যাচে আরভিন করেছেন অপরাজিত সেঞ্চুরি। মূলত তার সেঞ্চুরির সুবাদে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ২৬৯। দূরহ না হলেও চাপের ম্যাচে অনেক সময়ই রান তাড়া হয়ে ওঠে কঠিন। আরভিন সেটা হতে দেননি। অষ্টম ওভারে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে গিয়েছিলেন, পরের ওভারে দেখেছেন আরেক ওপেনারের বিদায়। কিন্তু তৃতীয় উইকেটে শন উইলিয়ামসকে (৪৩) নিয়ে ৯৮ রানের জুটিতে জিম্বাবুয়েকে ঠিকই পথে রেখেছেন আরভিন।
পরে আরভিনকে সঙ্গ দিয়েছেন তিনোতেন্দা মাতমবোদজি (২৫) ও সিকান্দার রাজা (৩৩)। ৪৯তম ওভারে জন মুনিকে মারা বাউন্ডারিতে নিজের শতক ও দলের জয় ছুঁয়েছেন এক শটেই।
এটি আরভিনের দ্বিতীয় ওয়ানডে শতক। গত আগস্টেই ১৩০ রানের অসাধারণ ইনিংসে হারিয়েছিলেন নিউ জিল্যান্ডকে।
আগের ম্যাচের নায়ক সিকান্দার রাজা এদিন ব্যাট হাতে ৩৩ রান করার আগে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। রাজার শিকার হয়েই ফেরেন ৭২ রান করা আইরিশ ওপেনার পল স্টার্লিং।
মাঝে নিয়াল ও’ব্রায়েনের ৫০ রান ধরে রাখে আইরিশ ইনিংসের গতি। পরে গ্যারি উইলসনের ৫৫ বলে ৬৫ আয়ারল্যান্ডকে এনে দেয় ২৬৮ রানের পুঁজি।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ