সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১০:১১:০১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ হবে আজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ হবে আজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ-১৯ বিশ্বকাপের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বৈঠকের মাধ্যমে আজ ভেন্যু নির্ধারণ করা হবে। দুবাইতে সোমবার বোর্ড সভাপতিদের বৈঠকে ভেন্যু নির্ধারণ নিয়ে আলোচনা করার কথা রয়েছে, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ নিয়ে এখনও আলোচনা হয়নি আইসিসির সভায়। আজ আলোচনা হবে। সেখানে নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। তবে এই সভাতেই আয়োজক ভেন্যু সরানো কিংবা নতুন ভেন্যু ঠিক করা সম্ভব নয়। বাংলাদেশকে আয়োজক রেখে আপাতত বিকল্প ভেন্যু ঠিক করার সম্ভাবনা রয়েছে। বিকল্প ভেন্যু সব টুর্নামেন্টেই ঠিক করে রাখে আইসিসি।’

বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরিও একই কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি জানান, বাংলাদেশেই হচ্ছে যুব বিশ্বকাপ। কিন্তু আইসিসির প্রত্যেকটি টুর্নামেন্টের মতোই বিকল্প ভেন্যু রাখা হচ্ছে, যাতে করে কিছু হলে সেখানে খেলা যায়।’
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে