সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১১:২৪:৩৪

সানিয়া-হিঙ্গিসের দ্বৈত রাজত্ব

সানিয়া-হিঙ্গিসের দ্বৈত রাজত্ব

স্পোর্টস ডেস্ক: একজন হলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা, যিনি কিনা একের পর এক জয় পেয়ে নিজের দেশ ভারতকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। ইতালিয়ান তারকা ফ্লাভিয়া পেনেত্তার পর চলতি মৌসুম এই সানিয়া মির্জার সাথে জুটি বেধেছেন মার্টিনা হিঙ্গিস। এরপর থেকেই টেনিসের দ্বৈতে রাজত্ব করছেন এই ইন্দো-সুইস জুটি। রোববার জুটি বেধে চায়না ওপেনের শিরোপা জিতলেন তারা।

সেইসঙ্গে টানা চতুর্থ ডাবল জয়ের মাইলফলক স্পর্শ করলেন সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস। আর চলতি বছরের অষ্টম শিরোপা।

চায়না ওপেনের ফাইনালে ষষ্ঠ বাছাই তাইপের হাও চিং চান-ইউন জান চান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তারা। রাীতিমতো দাপট দেখিয়ে হাও চিং চান-ইউন জান চান জুটিকে ৬-৭(৯), ৬-১, ১০-৮ গেমে পরাজিত করেন ইন্দো-সুইস জুটি।

হিঙ্গিসের সঙ্গে জুটিবেধে অষ্টম শিরোপা জিতলেও চলতি মৌসুমে সব মিলিয়ে নবম ট্রফি জিতলেন ভারতের সানিয়া মির্জা।
সূত্র : ডব্লিউটিএটেনিস.কম
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে