সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১১:৪৫:৩৪

নেইমারের শূন্যতায় মার্সেলো চিন্তিত নয়

নেইমারের শূন্যতায় মার্সেলো চিন্তিত নয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে গত বুধবার চিলির বিপক্ষে ম্যাচে নেইমার বিহীন ব্রাজিল শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে যায়। এর পর থেকেই নানা আলোচনা-সামলোচনার মধ্যে রয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। এরই মধ্যে পরের ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষেও নিষেধাজ্ঞার কারণে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। ফলে ম্যাচের পুরো চাপ এখন সহ্য করতে হচ্ছে আত্মবিশ্বাসী মার্সেলোকে। তবে তিনি মোটেও চিন্তিত নয়।

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলোর মতে, নেইমারের শূন্যতা পূরণে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় ব্রাজিল দলে আছে।

ফিফার নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে হতে যাওয়া ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না নেইমার। রক্ষণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দাভিদ লুইসও চোটের কারণে খেলতে পারবেন না।

গোলরক্ষক মার্সেলো গ্রোহেকেও পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নেইমারের না থাকাটাই বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ব্রাজিলের জন্য।

লেফট-ব্যাক মার্সেলো অবশ্য নেইমারের না থাকাটা অত বড় করে দেখছেন না।

"নেইমার অনেক সাহায্য করে, অবশ্যই আমরা তার অভাব বোধ করব। তবে দলে অন্য খেলোয়াড় আছে যারা তার জায়গায় খেলতে পারে এবং দলকে সাহায্য করতে পারে।"
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে