স্পোর্টস ডেস্ক: লিভারপুলের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ ইয়র্গেন ক্লপ মনে করেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি এই মুহূর্তে যে ফর্মে আছে সেটা তার আগে ছিল না। বায়ার্নে এসে নয় বরং বরুসিয়া ডর্টমুন্ডে তার অধীনে থাকাকালীনই লিওয়ানোদোস্কির এই উন্নতি হয়েছে বলে ক্লপ দাবী করেছেন।
২০১০-১৪ পর্যন্ত সিগন্যাল ইডুনা পার্কে থাকাকালীন ক্লপের অধীনে ছিলেন পোলিশ তারকা লিওয়ানোদোস্কি। তার হাত ধরেই নিজেকে বিশ্বের শীর্ষ পর্যায়ের একজন ফরোয়ার্ড হিসেবে লিওয়ানোদোস্কি নিজেকে নিয়ে গেছেন, এমনটাই মনে করেন লিভারপুল বস। আর সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডে এসেও নতুন ক্লাবে এমন কয়েকজন তরুনকে তিনি নিজ হাতে গড়তে চান। অনেকগুলো কাজের মধ্যে এটাই একটা অন্যতম চ্যালেঞ্জ ক্লপের সামনে।
অনেকটা অখ্যাত ক্লাব লে পোনান থেকে ২০১০ সালে বরুসিয়ায় যোগ দিয়েছিলেন লিওয়ােেনাদোস্কি। চার বছর সেখানে কাটানোর পরে জার্মান চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে সক্ষম হয়। বর্তমানে তার অসাধারণ ফর্ম নিয়েতো বিশ্ব ফুটবলে হইচই পড়ে গেছে।
সে কারনেই ক্লপও লিওয়ানোদোস্কির এই উন্নতিতে নিজের অবদানের বিষয়টি তুলে আনতে ভুল করেননি। কারন তিনি আশা করেন লিভাপুলের তরুনরাও যেন এতে উৎসাহিত হয়। ক্লপ বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে পোল্যান্ডের একটি ছোট ক্লাব থেকে উঠে এসে সে যা খেলছে তা সকলের কাছে অবশ্যই অনুকরণীয়। তখন থেকে এখনকার লিওয়ানোর মধ্যে অনেক পার্থক্য। তার এই উন্নতিতে শুধুমাত্র আমারই অবদান আছে এটা আমি বলবো না। কিন্তু অবশ্যই একটি বড় ভূমিকা আছে। আমরা এখন সবাই সেরা খেলোয়াড়কে চিনি। আগামীকাল জানিনা কে হবে, সে কারনেই কাজ চালিয়ে যেতে হবে। যখন আমি কোন ক্লাবে কাজ করি তখন তরুন খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে থাকে। কারন তারা জানে একটি সুযোগই ক্যারিয়ারকে পাল্টে দিতে পারে। সকলের জন্য আমার কাছে দরজা উন্মুক্ত। আমি অভিজ্ঞতাকে মোটেই সামনে নিয়ে আসি না, তবে এটাও ঠিক অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে তবে সবচেয়ে বেশী নয়।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ