স্পোর্টস ডেস্ক: ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিল মর্তুজা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অধিনায়ক মাশরাফি যে শুধু একজন অধিনায়ক নন, তিনি যে লক্ষ-কোটি মানুষের হৃদয়ের মনে তা বুঝা গেল অসুস্থ হওয়ার পর।
মাশরাফিকে অসুস্থতায় ভক্তদের হৃদয়ের কোণে কিঞ্চিত ব্যাথা অনুভব হওয়াটাই স্বাভাবিক। কিনা না করেছেন তিনি দেশের জন্য, জাতীয় দলের জন্য? পায়ে আঘাত পেয়েও ম্যাচের শেষ মুহূর্তে পা টিপে টিপে দৌড়ে বল করেছেন বিপক্ষ শক্তির বিরুদ্ধে। ডাক্তারের পরামর্শকে ইউথড্র করে ইনজেকশান নিয়ে খেলেছেন তিনি।
প্রিয় ম্যাশের মুখে হাসি ফোটাতে ভক্ত-সর্মথকরা তার শয্যাপাশে ভিন্নধর্মী উপহার নিয়ে গেছে হাসপাতালে । প্রেরণাদায়ী মাশরাফিকে সাহস যোগাতে সমর্থকেরা তাঁকে উপহার দিয়েছেন একটি স্পাইডারম্যান পুতুল, রুবিক্সকিউব ও কার্ড! বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশনের উদ্যোগে রোববার মাশরাফির শয্যাপাশে পৌঁছে দেওয়া হয় এই উপহার।
তবে ডাক্তারের নিদের্শ থাকায় ভক্তরা তার সাথে দেখা করতে না পারলে তাদের উপহার চলে গেছে হৃদয়ের মণি মাশরাফির কাছে।
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু