স্পোর্টস ডেস্ক: শনিবার ভোর ৬ টা ৫০ মিনিটে মাথায় বল তোলে তা রাত ১০ টায় মাথা থেকে থেকে সেই বলটি নামান আব্দুল হালিম। তাও অন্যদের রিকোয়েস্টে। ১৫ ঘন্টার ব্যাবধানে মাথা থেকে বল নামান তিনি।
এই সময়ের মধ্যে হালিম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ ও একটি অনলাইন পত্রিকার অফিসে সময় কাটান। রাত ১০টায় ওই পত্রিকার কর্মকর্তাদের অনুরোধে তিনি মাথা থেকে বল নামান। খ্যাতিমান এই ফুটবল প্রদর্শক জানান তিনি আরও ৫ ঘণ্টা বল মাথায় রাখতে পারতেন। অবশ্য এর আগে তিনি ২৪ ঘণ্টা ১০ মিনিট বল মাথায় রেখেছিলেন। সেটা ১৯৯৪ সালে কুষ্টিয়ায় ১ পহেলা নভেম্বর যুব দিবসে।
বিনা প্রস্তুতিতে ১৫ ঘণ্টা ১০ মিনিট বল মাথায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে আমি ৩০ মিনিট ব্যায়াম করি। এরপর হঠাৎ মনে হল বল মাথায় নিয়ে রেখে দেখি কত সময় পারি। তবে যখন শুরু করি তখন মনে হয়নি ১৫ ঘণ্টা থাকতে পারব। কিন্তু কোনো সমস্যা ছাড়াই বল মাথায় নিয়ে ১৫ ঘণ্টা ১০ মিনিট পার করি। ভালো লাগছে অনেক দিন পর বল মাথায় নিয়ে অনেকক্ষণ থাকলাম।’ সূত্র: আমাদের সময়
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু