বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:২৬:০৭

সিডনি সিক্সার্সের বিপক্ষে ৯ উইকেট লাভ করলেন ৫ টাইগার, কারা কারা?

সিডনি সিক্সার্সের বিপক্ষে ৯ উইকেট লাভ করলেন ৫ টাইগার, কারা কারা?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ঘরোরা ক্রিকেট লিগ বিগ ব্যাশের ২০১১-১২ টানা দুইবারের চ্যাম্পিয়ন দল শক্তিশালী সিডনি সিক্সার্সকে একমাত্র প্রস্তুত ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম।

এ ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্যে দেখিয়েছেন পাঁচ টাইগার। তারা হলেন, অলরাউন্ডার সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মাশরাফি বিন মুর্তজা। তবে ব্যাট হাতেও দারুণ খেলেছেন সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস। এদিন ব্যর্থতার পরিচয় দিয়েছেন হিটার সাব্বির।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে সিডনি সিক্সার্স। জয়ের জন্য মাশরাফিদের লক্ষ্য ছিল ১৭০ রান! তবে এ রান তাদের করতে হয়নি।

বৃষ্টি বাধায় ম্যাচের ওভার কর্তন করা হয়। জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য ছিল ৮ ওভারে ৮৪ রান। জবাবে তিন উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফি বাহিনী।

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রয় ও হিউজ শুরু থেকেই টাইগার বোলারদের ঝড় তোলেন। পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেন ৬৪ রান। ব্যক্তিগত ৪৭ রান করে সাজঘরে ফেরেন হিউজ। এরপর ৬ রান করে তাইজুলের বলে আউট হন হাডিন।

এরপর শুরু থেকে ঝড় তোলা রয় ৪২ রান করে তাসকিনের বলে সাজঘরে ফিরে যান। দ্রুত বিলিংস ও অধিনায়ক বোথা সাজঘরে ফিরলে কিছুটা চাপে পরে সিডনি। শেষ দিকে জর্ডান সিল্ক ৩৫ রান করলে ১৬৯ রানের সংগ্রহ পায় সিডনি সিক্সার্স।

বাংলাদেশের পক্ষে সেরা বোলার সৌম্য সরকার। তিনটি উইকেট লাভ করেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাউজুল ইসলাম। একটি করে উইকেট দখলে নেন মাশরাফি ও মেহেদী হাসান মিরাজ।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে