বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩৬:৫৫

সৌম্যকে নিয়ে মাশরাফির ‘জুয়া’ সফল

সৌম্যকে নিয়ে মাশরাফির ‘জুয়া’ সফল

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী সিডনি সিক্সার্সের বিরুদ্ধে লড়াই। তাও আবার টাইগারদের বিপক্ষে ৬ উইকেটে ১৬৪ রান তুলে নেওয়া। এর মধ্যে জেদের বোলিং কোটা শেষ করে ফেলেছেন শুভাশিষ, মাশরাফি, তাসকিন আর তাইজুল।

এর মধ্যে সবাই ধারণা শেষ ওভারে মিরাজ অথবা তানভীরের হাতে তুলে দেবেন মাশরাফি। তবে সৌম্য সরকারের হাতে শেষ ওভারের দায়িত্ব দিলেন টাইগার অধিনায়ক।

ওভারে মাত্র ৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন সৌম্য সরকার। সিডনি সিক্সার্সের রানটাকে ১৭০ রানের নিচে বেঁধে রাখলেন সৌম্যই। আর এখানেই সফল মাশরাফির জুয়া।

সবারই জানা, ভদ্রস্থ মিডিয়াম পেস করে থাকেন সৌম্য। আর অস্ট্রেলিয়ান কন্ডিশনে স্পিনের চেয়ে পেসাররা যে ভালো সুবিধা পান সেটা তো অজানা নয় মাশরাফির। তাই বলে শেষ ওভার? কি মনে সৌম্যর হাতে বল তুলে দেন সেটা ম্যাশেরই ভালো জানার কথা।

মিডিয়াম পেস বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন। বল করার সুযোগ পেয়েছেন মাত্র ১ ওভার। ৫ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান তিনটি উইকেট। এই ওভারে ভর করেই সিক্সার্সের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ।

পরে ব্যাট করতে নেমেও তাণ্ডব চালিয়েছেন তিনি। বাংলাদেশকে এনে দিয়েছেন শুভসূচনা। ৯ বলে এক ছক্কা ও তিন চারে করেছেন ২০ রান।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে