বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১০:২০:৪৭

চ্যাম্পিয়ন সিক্সার্সের বিপক্ষে জিতেও খুশি না মাশরাফি, কারণ কী?

চ্যাম্পিয়ন সিক্সার্সের বিপক্ষে জিতেও খুশি না মাশরাফি, কারণ কী?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ দামি আসর বিগ ব্যাশ বিবিএলের ২০১১-১২ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল সিডনি সিক্সার্সের বিপক্ষে জিতেও শতভাগ খুশি না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার সিডনি সিক্সার্সের বিপক্ষে একমাত্র প্রস্ততি ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় কুড়ায় মাশরাফি বাহিনী। বৃষ্টির কারণে ম্যাচের পুরো ওভার খেলা হয়নি বিধায়, টাইগার ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলাদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি নিতে পারেনি বলে খেলাশেষে  সাংবাদিকদের জানা মাশরাফি।

তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পিং, উপকারে আসবে বলে জানান জাতীয় দলের এই অধিনায়ক।

‘ব্যটিংটা বৃষ্টির জন্য যেভাবে চেয়েছিলাম সেটা হয়নি। যেহেতু তাদের বেশিরভাগ বোলারই বল করতে পারেনি তাই আমাদের প্রস্তুতিটাও অবশ্যই ভালো হয়নি। পরবর্তী ম্যাচে আশা করছি আবহাওয়া ভালো থাকবে।

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সবসময়ই আমাদের জন্য চ্যালেঞ্জ। শুধু ব্যাটিংই নয় বোলারদের জন্যও চ্যালেঞ্জ। কারণ এখানে লেণ্থে ভিন্নতা রাখতে হয়। এছাড়া এখানে আমরা খেলে অভ্যস্ত না।’ বলছিলেন মাশরাফি।  
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে