বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১০:৪২:০৩

আশরাফুলদের সঙ্গেই থাকতে বললেন আফ্রিদি

আশরাফুলদের সঙ্গেই থাকতে বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে ‘ন্যাশনাল ডে ক্রিকেট টুর্নামেন্টে’ বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিশ্ব একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।

আগামী ১৬ ডিসেম্বর টুয়েন্টি টুয়েন্টি ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। শুধুমাত্র ওয়ানডে ম্যাচে খেলবেন অ্যাশ।

১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস। ১৮৭৮ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে তারা। তাই আগামী ১৮ ডিসেম্বরও এটি পালন করবে কাতার সরকার।

এই উপলেক্ষ্য দু’টি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করছে কাতারের ক্রিকেট সংস্থা। প্রথমটি টি-২০ ও দ্বিতীয়টি ওয়ানডে ফরম্যাটে।

 দুটি ম্যাচ উপভোগ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব একাদশের অধিনায়ক আফ্রিদি। আশরাফুলদের সঙ্গেই থাকতে বললেন তিনি।

দেশ ছাড়ার আগে টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘তারকার সঙ্গে খেলতে আমি কাতার আসছি। ১৬ ও ১৭ ডিসেম্বর ম্যাচ দুটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন।

উল্লেখ্য, এ একাদশে আশরাফুল ছাড়াও আছেন জাতীয় দলের সাবেক পেসার ও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মোহাম্মদ শরীফ।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে