সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৫:০১:৪৫

পাকিস্তান সুপার লিগে ভারতীয়দের অংশগ্রহণ চায় পিসিবি

পাকিস্তান সুপার লিগে ভারতীয়দের অংশগ্রহণ চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক: ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বাংলাদেশের জাতীয় প্রিমিয়ার লিগ (বিপিএলের) ন্যায় পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিসিএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড  নিরপত্তার বিষয়টি বিবেচনা করে ২০১৬ সালের ফ্রেবুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি নিরপেক্ষ ভ্যানুতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।

এছাড়া পিসিএলকে জমজমাট করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি ভারতীয় ক্রিকেটারদের অংশ গ্রহনের জন্য আমন্ত্রণও জানান।

জনপ্রিয় দৈনিক ‘ন্যাশনাল’ কে দেয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘আমরা চেষ্টা করছি ভারতকে বোঝাতে আমাদের সাথে ডিসেম্বরে সিরিজ খেলার জন্য, এই সিরিজ হলে আমরা তাদের সাথে পিএসএলে ক্রিকেটার পাঠানোর ব্যাপারে কথা বলবো। আশা করছি তারা আমাদের সাথে আসবে।’

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটার না খেলানোর ব্যাপারে শেঠি বলেন, ‘তারা আমাদের ক্রিকেটার না খেলালে কিছু বলার নেই, অন্তত তাদের ক্রিকেটারদের আমাদের এখানে খেলার পথ খুলে দেওয়া উচিৎ। আমার মনে হয় আমাদের আমন্ত্রন তাদের ফেরানো উচিৎ না, তারা আসলে পিসিএল অনেক বড় টুর্নামেন্ট হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে ১০০ জনের বেশি ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে যাদের পিসিএলে খেলার জন্য ভাবা হচ্ছে। তখনই জানা গিয়েছিল, কেভিন পিটারসেন, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভোর মতো ক্রিকেটাররা আছেন এই তালিকায়। নভেম্বর-ডিসেম্বরের দিকে এই তালিকা চূড়ান্ত হবে বলে পিসিবি থেকে জানানো হয়েছে। সূত্র : ইএসপিএন ক্রিকইনফো
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে