বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৯:০৫:০৮

অবশেষে বদলে গিয়ে বাংলাদেশকে জয় এনে দিলেন সৌম্য সরকার

অবশেষে বদলে গিয়ে বাংলাদেশকে জয় এনে দিলেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: সৌম্য সরকারকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেই সৌম্য সরকার অবশেষে বদলে গেলেন। দেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি। এবার সৌম্য বন্দনা করাই যায়।

তার আগের ক্রিকেট বলে-বিদেশের মাটিতে দেশের মাটির চেয়ে বেশি উজ্বল তিনি। এবার দেখা গেলো এটাই। গতকাল বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সকে উড়িয়ে দিলো মাশরাফি বিন মুর্তজার দল। এখানে মুখ্য ভূমিকায় সৌম্য।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নর্থ সিডনি ওভালে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টসে হেরে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করে সিডনি সিক্সার্স।

এরপরই শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসের ম্যারপ্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ৮৪ রান। সৌম্য সরকার তিনটি উইকেট নেন। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।
 
জবাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সৌম্য সরকার ২০ ও মুশফিকুর রহিম ১৫ রান করেন। এর মাধ্যমে বিদেশের মাটিতে দারুণ সূচনা করলো বাংলাদেশ।
১৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে