বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১০:০০:১৩

সাক্ষাতে মেসির কোলে বসে ‘গুরুকে’ স্বপ্নের কথা বললেন সেই পলিথিনের মেসি ‘শিশু আহমাদি’

সাক্ষাতে মেসির কোলে বসে ‘গুরুকে’ স্বপ্নের কথা বললেন সেই পলিথিনের মেসি ‘শিশু আহমাদি’

স্পোর্টস ডেস্ক: প্রায় বছর খানেক ধরে পুরো বিশ্বে আলোচনায় শিশু আহমদি। যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তানের এই শিশুটি গরিব ঘরের সন্তান। শিশুটি ফুটবল পাগল ও মেসি ভক্ত। এর আগে যে ঘটনার মধ্যে দিয়ে শিশুটি আলোচনা আসেন তা হয়তো এখন মনে পড়ছে সকলের। টাকার অভাবে মেসির জার্সি পলিথিন দিয়ে বানিয়ে মনের আনন্দে খেলেছে মুর্তাজা আহমাদি।

কিন্তু এতেই দারুণ খুশি ছিলো শিশুটি। মেসি বিষয়টি জানতে পেরে আহমাদির সাথে সাক্ষাৎ ও জার্সি দেয়ার কথা বলেছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে সেটি পিছিয়ে যায়। তবে এবার তাদের সাক্ষাৎ হয়েই যায়।

একটি প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা কাতারের দোহায় আসে। সেখানেই মেসির সঙ্গে সাক্ষাৎ হয় আহমাদির। মেসিকে দেখতে পেয়ে ভীষণ খুশি আহমাদি। আর মেসিকে নিজের স্বপ্নের কথা ‘শিশু আহমাদি’।

আহমাদি মেসির কোলে বসে তাকে বলেছে, আপনার সাথে দেখা করাই আমার স্বপ্ন ছিলো। আমার এই পূরণ হয়েছে। এতে আমি আমি খুবই রোমাঞ্চিত। পরে গণমাধ্যমকে আহমাদি বলেন, আমার হিরোর সাথে দেখা হয়েছে। এটাই আমার ইচ্চা ছিলো যা পূরণ হয়েছে।
১৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে