বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:১৭:৫৬

সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের কাছে কুপোকাত আফগানিস্তান!

সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের কাছে কুপোকাত আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক : সিনিয়র টাইগারদের পথে হাঁটছেন জুনিয়র টাইগাররা। টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েই জুনিয়র টাইগারর বুঝিয়ে দিয়েছিল দিনটি তাদের হতে যাচ্ছে। অবশেষে হলোই তাই। আফগানিস্তানের দেওয়া ১৪৭ রানের সহজ টার্গেটে ৪৩.১ ওভারেই হেসে খেলে পৌঁছে গেল বাংলাদেশ।

বল হাতে দায়িত্ব নিয়েছিলেন অনিক-মুকিদুলরা। আর ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা পালন করলেন ওপেনার সাইফ হোসেন। সাইফের হাফ সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কায় চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচ ৫ উইকেটে জয় পেল জুনিয়র টাইগাররা।

অনিক-মুকিদুলদের দাপটে টসে হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান ৪৮.৩ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের সামনে তখন সহজ লক্ষ্য।  দলীয় ১৪ রান থেকে উইকেট পতন শুরু হয় আফগানদের।

পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়তে সক্ষম হয় তারা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন নাসির ওয়াহদাত। তিনি ৬৬ বল খেলে ১ বাউন্ডারিতে ৩২ রান করেন।

৪৪ বলে ২ বাউন্ডারিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাভিন-উল-হক। তার সংগ্রহ ছিল ২৭ রান। এছাড়া পারউইজ ২৩ রান করেন। তবে অতিরিক্ত রান ছিল ২১ যা অত্যন্ত বেশি।

বল হাতে ধ্বংসযজ্ঞের সূচনা করেন মুকিদুল ইসলাম। ইব্রাহিম জর্দানকে নাঈম হাসানের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর আরও ২ উইকেট জমা হয় তার ঝুলিতে। বোলিং করেছেন ৬.৩ ওভার। ১ মেডেনসহ রান দিয়েছেন ৩২।

তবে মুকিদুলের চেয়ের ভয়ঙ্কর ছিলেন কাজী অনিক। তিনি ৮ ওভার বল করে ১ মেডেন ও ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। একটি রানআউট ছাড়া বাকী ২ উইকেট ভাগাভাগি করে নেন নাঈম হাসান এবং সজীব হোসেন।

ব্যাটে নেমে ১৯ রানেই প্রথম উইকেট হারিয়ে একটু শঙ্কার মেঘ উঁকি দিয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু সাইফ ছিলেন দৃঢ় অবস্থানে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: গোলাম মর্তুজা, গোলাম মর্তুজা, হাবিবুর রহমান, সাইফ হাসান (অধিনায়ক), সাখাওয়াত হোসেন, ইয়াসিন আরাফাত, আবদুল হালিম, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মাহবুব আলী, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ সজীব হোসেন, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাজমুল আলম, কাজী অনিক, রায়ান রাফসান রহমান।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে