বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:২৩:১১

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে উঠে এলো বাংলাদেশ

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে উঠে এলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশে বৃহস্পতি তুঙ্গে। একের পর এক বড় দলগুলোর সাথে সিরিজ বিজয়। আর তার জের ধরে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এল বাংলাদেশ।

সাত থেকে আট নম্বরে নেমে গেছে পাকিস্তান। শুধু তাই নয় বাংলাদেশের সামনে রয়েছে ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কাকে পেছনের ফেলার হাতছানি। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

৩০ ম্যাচে ২ হাজার ৮৪০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৫। অপরদিকে রেটিংয়ের ছয়ে নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০১। নিউজিল্যান্ড সফরে জয় পেলে পরিবর্তন আসতে পারে র‌্যাঙ্কিংয়ে, পিছয়ে যেতে পারে শ্রীলংকা।

পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। ৫৪ ম্যাচে ৬ হাজার ৫০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২০। রেটিংয়ের দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত রয়েছে যথাক্রমে সাউথ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে