বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩২:০৬

রোনালদো বর্ষসেরা হলে মেসি সর্বকালের সেরা!

রোনালদো বর্ষসেরা হলে মেসি সর্বকালের সেরা!

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর এই জয়ের পর সেই পুরনো বিতর্ক উস্কে উঠেছে। মেসি নাকি রোনালদো? কে সেরা? আর সেই বিতর্কে এবার যোগ দিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ।

রোনালদো বর্ষসেরা হলে মেসি হবে 'সর্বকালের সেরা'- এমনটাই দাবী করেন বার্তামেউ। তার এই মন্তব্য বিতর্কের আগুনে যেন আরো ঘি ঢেলে দিলো। বার্তামেইয়ের করা মন্তব্যের পর থেকে মেসিভক্ত থেকে শুরু করে বার্সালোনার ভক্তরা নতুন করে শুরু করেছে।

কাতারে সম্প্রতি প্রীতি ম্যাচের পরই বার্তামেউ বলেছেন, ''বিশ্বের এক নম্বর ফুটবলার লিও মেসি। এবং সেই থাকবে এতে কোনো সন্দেহ নেই। অবশ্য ক্রিস্তিয়ানো একজন অসাধারণ খেলোয়াড়। মেসি সর্বকালের সেরা ফুটবলার। ২৯ বছর বয়সে সে নিজেকের অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং প্রতিদিনই তার পারফর্মেন্স ভালো হচ্ছে। "

সোমবার ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ মহাতারকা রোনালদো। পাঁচবারের বিজয়ী মেসিকে হটিয়ে রোনালদো অর্জন করেন ব্যালন ডি’অর। গত অক্টোবরে মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রোনালদো। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে মাদ্রিদকে ও প্রথমবারের মতো পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপ ও ইউয়েফা কাপের শিরোপা জয়ে মূখ্য ভূমিকাই ছিল সিআর সেভেনের।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে