স্পোর্টস ডেস্ক: একদিনের ম্যাচে অভিষেকেই করে দেখালেন অন্যন্য এক কৃতি। বছর খানেকের মধ্যে ৯টি টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করেছেন বাংলাদেশ দলের এই উদীয়মান স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু দুঃখের বিষয় হল এখনও তার অভিষেক হয়নি স্বল্প ওভারের ম্যাচ টি-টোয়ান্টিতে। তবে ভালো করলে সব জায়গাতেই টেকা সম্ভব বলে মনে করেন বাঁহাতি এই স্পিনার।
বেশ কিছুদিন জন্ডিসে আক্রান্ত হযে অসুস্থ ছিলেন জাতীয় দলের এই স্পিনার। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাকে দলে নেওয়ার সুবাদে এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে তার মতো আরো দুজন স্পেশালিস্ট স্পিনার আছে ‘এ’ দলে। যা কিছুটা চাপেই রাখবে তাকে। যদিও তেমনটি মনে করেন না তিনি।
বর্তমানে জাতীয় দলে বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছেন। আসলে তা তাইজুলের জন্য কতটা চ্যালেঞ্জের?, ‘আসলে ‘এ’ দল বলেন আর জাতীয় দল বলেন সব জায়গাতে খেলাই চ্যালেঞ্জ। ভালো করলে সব জায়গাতেই টেকা যায়। আর খারাপ করলে নিজের জন্যই খারাপ।’
দক্ষিণ আফ্রিকায় স্পিনাররা খুব একটা সুবিধা পায় না। এখানে বোলারদের সামর্থ্যরে ওপর অনেক কিছু নির্ভর করে। তবে এ নিয়ে তাইজুল খুব একটা চিন্তিত নন, ‘আমি এর আগে কখনো দক্ষিণ আফ্রিকা যাইনি। ওয়েস্ট ইন্ডিজ গিয়েছি। ওয়েস্ট ইন্ডিজে আমি ভালো এক ফলাফল পেয়েছি। তো আমার মনেহয় ওখানে বাউন্সি উইকেট। তবে জায়গা মতো বল করতে পারলে ভালো কিছু করা সম্ভব।’
ওই ধরণের উইকেটে বল করার জন্য অনুশীলনে জায়গা এবং বৈচিত্র্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তবে ওখানে কিভাবে ভর করতে হবে এখনো এই বষয়ে কোচের সঙ্গে আলোচনা হয়নি তার, ’আসলে আমি অনুশীলনের মধ্যে ছিলাম না। তিনদিন অনুশীলন করলাম। আর আমি জানতাম না যে ‘এ’ দলের সাথে দক্ষিণ আফ্রিকা যাব। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কথা হয়নি। তবে জিম্বাবুয়ে সফর সম্পর্কে জানতাম। এটার বিষয়ে কথা হয়েছে।’
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু