শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১০:০৩:৪৯

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেই আইসিসিতে ইতিহাসের সেরা চমক দেখাবে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেই আইসিসিতে ইতিহাসের সেরা  চমক দেখাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফের আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে টাইগারদের এমন অবস্থানই সর্বোচ্চ। তবে বাংলাদেশের সামনে বড় সুযোগ। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেই আইসিসিতে বড় চমক দেখাবে বাংলাদেশ।

এমনটা করতে পারলেই দেশের ক্রিকেটের সাফল্যের সর্বোচ্চ সাফল্য চূড়ায় যাবে বাংলাদেশ। এর আগেও নিউজিলান্ডকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছে টাইগাররা। এবার কিইউদের ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করতে পারলে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে যাবে বাংলাদেশ।

বিজয়ের মাসে এরই মধ্যে বড় একটি চমক দেখিয়েছে বাংলাদেশ। আজকের এমন দিনে (১৬ ডিসেম্বর) পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক স্বাধীনতা এনেছিলো বাংলাদেশ।

বিজয়ের এই দিনে একটি সুখবর ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। সেটি হলো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সাত নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৫। পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯।

অপরদিকে রেটিংয়ের ছয়ে নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০১। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ। বাংলাদেশের সামনে রয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কাকে টপকে ৬ নম্বরে ওঠার একটি বড় সুযোগ। বিজয়ের মাসে ও বছরের শেষভাগে এটি করার শতভাগ যোগ্যতা অবশ্য টাইগারদের মধ্যে রয়েছে।
১৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে