শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১১:৫৯:২২

বিজয় দিবসে বিজয়ের জন্মদিন

বিজয় দিবসে বিজয়ের জন্মদিন

স্পোর্টস ডেস্ক:  ১৬ ই ডিসেম্বর দেশ বিজয়ের দিন জন্ম এনামুল হক বিজয়ের। তাই নিজেই নিজের নাম রেখেছেন বিজয়।

এনামুলের ক্যারিয়ার শুরু হয়েছিলে তামিম ইকবালের নতুন সঙ্গী হিসেবে। প্রথম ম্যাচ খেলতে নেমে করেছিলেন ৪১ রান। পরের ম্যাচেই সেঞ্চুরি। ধারাবাহিকতাও ধরে রেখেছিলেন। ৩০ ম্যাচের ক্যারিয়ারে এই অবধি ৩টি সেঞ্চুরি, ৩টি ফিফটি করে ফেলেছেন। রান করতে না পারার অভিযোগ কখনোই তার বিপক্ষে ছিলো না।

কিছুটা দূর্ভাগ্য, কিছুটা স্টাইল নিয়ে অভিযোগের ফলে এখন আছেন দলের বাইরে।

গত বিশ্বকাপে ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে চলাকালীন ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসতে হয়েছিলো। এরপর থেকে আর ঠিক জাতীয় দলে নিয়মিত হতে পারেননি। ইনফ্যাক্ট সেই বিশ্বকাপের পর ওয়ানডে আর খেলা হয়নি। দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।

বিজয়ের সামনে অসীম সময় পড়ে আছে।

সামান্য যে কিছু সমস্যা তার, সেটা নিতান্ত খেলার স্টাইল নিয়ে। সেই বয়সভিত্তিক সময় থেকে অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। ফলে এটুকু শুধরে নিতেও সময় লাগবে না। বিজয় নিশ্চয়ই দ্রুতই ফিরে আসবেন। সত্যিই অনেক অনেক ক্রিকেটেরও বিজয়ের সঙ্গী হবেন।
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে