সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৮:২৪:৫৭

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে ভাসছে জিম্বাবুয়ে

  এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে ভাসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের সমতার লড়াইয়ে সফরকারী আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছেন স্বাগতিক জিম্বাবুয়ে। যার সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিয়েছেন স্বাগতিকরা।

রোববার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রানের টার্গেট ছুড়ে সফরকারী আয়ারল্যান্ড।  দলের পক্ষে পল স্টার্লিং ৭২, নিয়াল ও’ব্রায়েন ৫০ ও গ্যারি উইলসন ৬৫ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন।

আয়ারল্যান্ডের দেয়া ২৬৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। জিম্বাবুয়ের পক্ষে ক্রেইগ আরভিন  ১০১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া চামু চিবাবা ৩০, রিচমন্ড মুতুম্বামি ১৪, সেন উইলিয়ামস ৪৩, টিনোতেন্দা মুতোমবোদজি ২৫ রান করেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ক্রেইগ আরভিন।
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে