স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কে ঘিরে ইতিমধ্যে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। দল গঠন নিয়ে বেশ জোরেসোরেই মাঠে নামছে ফ্র্যাঞ্জাইজি গুলো। সবাই ব্যাস্ত বাহিরের খেলোয়াড়দের নিজের দলে বেড়াতে। পিছিয়ে নেই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল)ও। বেশ ঘটা করে শোনা যাচ্ছে তারা দলে বেড়াচ্ছেন বিশ্বের নামকরা বেশ কয়েকজন তারকা। আর তাছাড়া তারা নামটাও ঠিক করে নিয়েছেন। আর সেটা হল- চিটাগাং ভাইকিংস।
চিটাগাং ভাইকিংসের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন জাতিয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান। আর দলে কোচ হিসেবে দেখা যেতে পারে ভারতের রবিন সিং অথবা পাকিস্তানের আকিব জাভেদকে।
দল নিয়ে আকরাম খান বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ব। দলে আইকন খেলোয়াড় হিসেবে আছেন তামিম ইকবাল।’
বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে বেশ ভাল সংগ্রহ করতে চায় তারা। এখন পর্যন্ত শ্রীলংকার দিলশান এবং পাকিস্তানের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা পেসার মোহাম্মদ আমিরের সাথে কথা বলেছেন আকরাম খান। এর বাদে শোনা গেছে, পাকিস্তানের উমর আকমল ও জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরাকে এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে দলটি।
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু