সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৮:৪১:২০

অবশেষে দুশ্চিন্তা কেটে গেল টাইগার মাশরাফির

অবশেষে দুশ্চিন্তা কেটে গেল টাইগার মাশরাফির

স্পোর্টস ডেস্ক: মাশরাফি ভক্তদের জন্য সুখবর। ডেঙ্গুতে আক্রান্ত টাইগার অধিনায়কের জন্য দুশ্চিন্তার কিছু নেই কারণ, তার প্রাথমিক বিপদ কেটে গেছে। গেল দু’দিনের তুলনায় এখন তিনি ভালো আছেন। যদিও মাশরাফির শরীরের জ্বর উঠা নামা করছে। তারপরও শরীরের রক্ত কণিকাসহ অন্যান্য অবস্থা স্বাভাবিক আছে বলে জানালেন, বিসিবি’র চিকিৎসক ডা: মোহাম্মদ মনিরুল আমিন।

সোমবার ডা: মোহাম্মদ মনিরুল আমিন জানান, ধীরে-ধীরে মাশরাফির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সবাই প্রার্থনা করুন যাতে তিনি দ্রুততম সময়ে আবারও মাঠে ফিরে আসতে পারেন।মাশরাফির শরীরের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী ৫-৭ দিনের মধ্যেই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার গভীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে অ্যপোলো হাসপাতালে ভর্তি হন টাইগার দলপতি। ওই দিন দুপুরে বিসিবি চিকিৎসক ডা: দেবাশিষ চৌধুরি তার সকল রিপোর্ট দেখে নিশ্চিত হন যে, মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
১২ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে