স্পোর্টস ডেস্ক: বিগত কয়েকটি সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল বেশ সাফল্য দেখাচ্ছে। ভারতের সঙ্গে হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে বাংলাদেশকে ক্রিকেট দলকে বিশ্ব দেখছে অন্য চোখে। ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ সমূহের সঙ্গে নজরকাড়া পারফরম্যান্স করায় বড় বড় দলগুলোর বিপক্ষে বেশিসংখ্যক ম্যাচ খেলার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ।
আইসিসির সভাপতি দাবি তুলেন, বাংলাদেশের সাম্প্রতি পারফরম্যান্সের বিবেচনায় এনে টাইগারদের আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেক। তিনি আরো দাবি জানান, র্যাংকিয়ে সেরা পাঁচ দল যেই পরিমাণে খেলা পায় সেই পরিমাণ খেলার সুযোগ বাংলাদেশকে দেয়ার জন্যে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন বাংলাদেশের দাবিতে সমর্থন জানিয়েছে অন্যান্য দেশের বোর্ড প্রধান ও কর্মকর্তারা।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে বেশি ম্যাচ চাওয়া হয়েছে। আমাদের পারফরম্যান্স তুলে ধরেই ম্যাচ চাওয়া হয়েছে। সভায় উপস্থিত সবাই আমাদের দাবিকে সমর্থন করেছে। এফটিপির বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী আমাদের বেশি খেলা চাওয়ার দাবিতে সমর্থন করেছেন। তিনি মনে করেন, আমাদের পারফর্মের ভিত্তিতে আরো বেশি খেলা দেয়া যেতে পারে।’
এছাড়া অনেকে যে প্রশ্ন তুলেছিল বাংলাদেশে যুব বিশ্বকাপ হবে কি না সন্দেহ রয়েছে। সে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেন জালাল ইউনুস। বলেন, ‘অবশ্যই বাংলাদেশে যুব বিশ্বকাপ হবে।’
১২ অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু