সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৯:৩৪:৪০

কোচ নেই তারপরও সিরিয়াস টাইগাররা

কোচ নেই তারপরও সিরিয়াস টাইগাররা

স্পোর্টস ডেস্ক: শুরু হলো আফ্রিকা সফরের জন্য এ দলের প্রস্তুতি। অনুশীলনে কোচ নেই তারপরও প্রস্তুতিতে সিরিয়াস টাইগাররা। সহ অধিনায়ক সৌম্য সরকার ভুলে যেতে চান ভারত সফরের ব্যর্থতা। ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে এ দল।

মিরপুরের চেনা মুখ সৌম্য, সাব্বির, তাইজুল, জুবায়ের, আল আমিনরা। কিন্তু এ দলের ভিন্ন রং-এর জার্সিতে অচেনা জাতীয় ক্রিকেটাররা। আফ্রিকা সফরের আগে তিনদিনের ছোট্ট প্রস্তুতি দ্বিতীয় সারির বাংলাদেশ দলের।

জাতীয় দলের সেনসেশন সৌম্য সরকারের সময়টা এ দলে ভাল কাটছে না। ভারত সফরে ব্যর্থ তার ব্যাট। এ দলের আরেক পরীক্ষায় যোগ হয়েছে সহ অধিনায়কত্বের দায়িত্ব।

সৌম্যর জন্য জাতীয় ও এ দলের অভিজ্ঞতা পুরনো হলেও নতুন মোসাদ্দেক হোসেনের জন্য। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার এই ডান হাতি ব্যাটসম্যান এবার জাতীয় দায়িত্বে সফল হতে চান।

এ দলের কোচ হিসেবে আফ্রিকা সফরে থাকবেন রিচার্ড হ্যালসল। তবে ছুটিতে থাকা জাতীয় দলের ফিল্ডিং কোচ যোগ দেবেন দক্ষিণ আফ্রিকায়। এই সফরকে উপভোগ করতে চান সৌম্য।

দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ আর জিম্বাবুয়েতে তিন ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল।
১২ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে