মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ১২:৫৮:০৬

ফুটবল সম্রাট পেলের চোখে সৌরভই “আসল প্রিন্স”

ফুটবল সম্রাট পেলের চোখে সৌরভই “আসল প্রিন্স”

স্পোর্টস ডেস্ক : একমঞ্চে কলকাতার মহারাজ ও ফুটবল সম্রাট। উৎসুক সাংবাদিকদের প্রশ্ন ছিল, “আপনি তো ফুটবল সম্রাট। তাহলে প্রিন্স কে ?” কিছুক্ষণ চুপ। তারপর নিজের পরিচিত হাসি মুখে সৌরভের দিকে আঙুল তুলে বললেন, “প্রিন্স আপনাদের সামনেই বসে আছে।” অ্যাটলেটিকো ডি কলকাতার পরিবারের সঙ্গে সাংবাদিক বৈঠকে বহু প্রশ্নের উত্তর দিলেন পেলে। কিন্তু, এই জবাবের জন্যই যেন অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। জবাব শুনে কলমের স্পিড ও ফ্ল্যাশের ঝলকানি আরও বেড়ে গেল।

গতকালই শহরে এসেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তিন দিনের সফরের প্রথম দিন বিশ্রাম নিলেও, দ্বিতীয় দিন কিন্তু বেশ জমকালো ভাবেই শুরু করলেন প্রাক্তন বিশ্বকাপার। অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি উদ্বোধনের পাশাপাশি উত্তর দিলেন বহু প্রশ্নের। ভারতীয় ফুটবলের উন্নতি থেকে ব্রাজ়িলের ফুটবলের বর্তমান সমস্যা - সবই উঠে এল পেলের কথায়। রোনালদো না মেসি - কে বড় ? প্রশ্নটা যে আসবে বোধহয় জানতেন ফুটবল সম্রাট। উত্তরটাও দিলেন সেরকম সাবধানেই, “দু’জনে দুই ধরনের ফুটবলার। আমার দলে দু’জনকেই রাখব।” তবে ফুটবলের রাজপুত্র বলে কাউকে স্বীকৃতি দিতে চান না পেলে।

১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে