মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০১:৩৮:১৬

আমারই উচিত ছিল ম‍্যাচটা শেষ করে আসা : রোহিত

আমারই উচিত ছিল ম‍্যাচটা শেষ করে আসা : রোহিত

স্পোর্টস ডেস্ক : হতাশ? না, তার চেয়ে বেশি আপশোস। কারণ, তিনি মনে করছেন তিনিই পারতেন কানপুরে ম‍্যাচটি জিতিয়ে ফিরতে। ইমরান তাহিরের ডেলিভারিতে বোকা বনেছেন। মানছেন সেটা। সোমবার মোবাইলে তার সঙ্গে কথা বলে এই উপলব্ধি হল। কানপুর থেকে লখনউ। সেখান থেকে বিশেষ উড়ানে সতীর্থদের সঙ্গে ইন্দোর। তার আগে মোবাইলে রবিবারের ট্র্যাজিক নায়কের গলায় ধরা পড়লো আত্মসমালোচনার সুর।

‘আমারই ম‍্যাচ শেষ করে মাঠ ছাড়া উচিত ছিল। জমে গেছিলাম। কিন্তু তাহিরের বলটা পড়ে থমকে গেল। আমার ব‍্যাট আগে চলে গেল। বলটা উঠে গেল। সহজ ক‍্যাচ কি কেউ কখনও ফেলে? আমি থাকলে ম‍্যাচ আমাদেরই হত।’ হতাশ নন। আবারও বলে উঠলেন রোহিত শর্মা, ‘বারবার শুধু মনে হচ্ছে ওই ওভারটায় তাহিরকে আরও একটু দেখে খেললে ভাল হত।’

সতীর্থদের জন‍্যই জেতা ম‍্যাচ হারতে হয়েছে। নিজের অসাধারণ ইনিংস জলে চলে গেছে। তা সত্ত্বেও মুম্বাইনিবাসী ব‍্যাটসম‍্যান কাউকে দোষারোপ করতে চান না। রোহিত শুধু বললেন, ‘আরে, আমারই তো উচিত ছিল ম‍্যাচটা শেষ করে আসা।’

১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে