স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি প্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদোর! হয় নাকি? হয়, হয়। বলেছেন জিনেদিন জিদান। তার মতে, মেসির সঙ্গে এই রেষারেষি, এই প্রতিযোগিতামূলক মনোভাবটাই রোনালদোর সেরাটা বের করে আনে। হঠাৎ এমন কথা বলার কারণ? অনুশীলনে সিআরসেভেনকে দেখেছেন জিদান। আর সেটা দেখেই অভিভূত তিনি।
তিনি বলেন, ‘ট্রেনিংয়ে রোনালদোকে কখনও দেখেছেন? দেখলে বুঝবেন। এক কথায় দুর্ধর্ষ। দিনে দিনে ও পরিণত হয়ে উঠেছে। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ওকে তাতায়। সেরাটা বের করে আনতে সাহায্য করে। রাউল মাদ্রিদ ছাড়ার পর, রোনালদো নিজেকে ক্রমাগত উন্নত করেছে। যথার্থই ক্লাবের কিংবদন্তি হয়ে উঠেছে। আশার কথা, রোনালদো রিয়েলে প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। এটাই তো চাই।’
মালমোর বিরুদ্ধে সম্প্রতি জোড়া গোল করে রাউলকে ছুঁয়েছেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুর সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন। রোনালদোর এই সাফল্য নিয়ে জিদান বলেন, ‘এক মরশুমে ৫০–৫৫টা গোল করা! সাধারণ মানুষের পক্ষে সম্ভব না! ওকে ট্রেনিংয়ে দেখলে, বোঝা যায় কতটা খিদে! প্রতিটি বল, প্রতিটি ম্যাচ, প্রতিটি কর্নার, ও সব কিছু জিততে চায়।’
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি