মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৫:৪৫:৫২

চাপ বাড়বে, সিরিজ হারার শঙ্কায় ভারত!

চাপ বাড়বে, সিরিজ হারার শঙ্কায় ভারত!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় শিবিরে হারের ময়নাতদন্ত হয়েছে। ডিরেক্টর রবি শাস্ত্রী ব‍্যাটসম‍্যানদের চেয়ে বোলারদের ব‍্যর্থতা নিয়ে বেশি চিন্তিত। তিনি কানপুরেই বোলিং কোচ ভরত অরুণকে নির্দেশ দিয়েছেন বোলারদের নিয়ে আরও বেশি কাজ করতে হবে। ব‍্যাটিং বিভাগ নিয়ে অতটা চিন্তিত নন শাস্ত্রী। যতটা ভাবাচ্ছে বোলারদের পারফরমেন্স।

কানপুরে তার বোলাররা শেষ পাঁচ ওভারে ৬৫ রান দিয়েছেন। ডেথ ওভারে কিছুতেই রান নিয়ন্ত্রিত করতে পারছেন না ভারতীয় বোলাররা। তার ওপর অশ্বিনের চোট দলকে আরও সমস‍্যার মধ্যে ফেলে দিয়েছে। যদিও ইন্দোরে পাওয়া যাবে অভিজ্ঞ হরভজন সিং–কে। ভারত–অধিনায়ক সমানে বলে চলেছেন বোলারদের ব‍্যর্থতার কথা। সঠিক কম্বিনেশন কোনওভাবেই তৈরি করা যাচ্ছে না। অলরাউন্ডার হিসেবে দলে থাকা স্টুয়ার্ট বিনিকে নিয়ে অসন্তোষ আছে।

ব‍্যাটে–বলে কোনওটাতেই সফল নন বিনি। তা হলে কি নির্বাচক–পুত্র বলেই দলে থেকে যাবেন? এমন প্রশ্ন ঘুরছে ভারতীয় শিবিরে। পাশাপাশি ভারতীয় শিবির বাংলার জোরে বোলার মোহাম্মদ সামির অভাব বোধ করছে প্রবলভাবে। সামি ডেথ ওভারে আর কিছু না হোক রানটা আটকাতে পারেন। কিন্তু তিনি তো চোটের কারণে বাইরে। রিহ‍্যাব চলছে। সামি না ফেরা পর্যন্ত চিন্তা থেকেই যাচ্ছে।

দিল্লি থেকে ইন্দোরে আসার বিমানে দেখা গেল হরভজনকে। তড়িঘড়ি ডাক পেয়েছেন। নিজের বিয়ের প্রস্তুতি সারছিলেন। সেই কাজ ফেলেই ভারতীয় দলে যোগ দিতে হচ্ছে। কানপুর প্রসঙ্গ উঠে এলো। হরভজন সিং বললেন, ‘সত্যি, আমাদের ডেথ ওভারে ভাল বোলিং করতেই হবে। নইলে হবে না। সবচেয়ে বড় কথা এবি ডিভিলিয়ার্সকে খেলতে দেওয়া যাবে না। এ বি–কে তাড়াতাড়ি আউট করাই আসল লক্ষ‍্য হওয়া উচিত। এবি–কে তাড়াতাড়ি আউট করলে দক্ষিণ আফ্রিকা বেশি রান তুলতে পারবে না।’

জানা গেল, ইন্দোর ব‍্যাটসম‍্যানদের সাম্রাজ‍্য। সেখানে এই ভারতীয় বোলারদের বিরুদ্ধেই ব‍্যাট হাতে নামবেন এবি ডিভিলিয়ার্সের মতো ‘অন‍্য গ্রহের’ ব‍্যাটসম‍্যান। রান–হানির আশঙ্কা থাকাই স্বাভাবিক। ভাবছে ভারতীয় শিবির। কানপুর যে চোখ–কান অনেকটাই খুলে দিয়েছে ভারতীয় শিবিরের। ইন্দোর থেকে ঘুরে না দাঁড়ালে সিরিজে চাপ বেড়ে যাবে। থাকবে সিরিজ হারার শঙ্কা।

১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে