মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৯:১১:৫৫

ডিভিলিয়ার্সের জরিমানা

ডিভিলিয়ার্সের জরিমানা

স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান অধিনায়ক এবি ডিভিলিয়ার্সকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে। মূলত ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণেই এই জরিমানা করা হয়েছে। এছাড়াও দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করেছে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার ও রেফারিরা।

 
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩০৩ রান করে দক্ষিণ আফ্রিকা। এরপর ৭ উইকেটে ২৯৮ রানে আটকে যায় ভারত। ফলে ৫ রানের জয় পায় প্রোটিয়ারা।
 
ম্যাচ জয়ের একদিন পরই দুঃখের খবর শুনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। স্লো ওভার রেটের কারণে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার ও রেফারিরা জরিমানা করেছে প্রোটিয়াদের। এরমধ্যে বেশি জরিমানা গুণতে হবে দলের দলপতি ডি ভিলিয়ার্সকে। ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
 
এর আগে এমন জরিমানার কবলে ১২ মাসের মধ্যে দু’বার পড়েছিলেন ডি ভিলিয়ার্স। ফলে গত জুলাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি।
 
ঐ নিষেধাজ্ঞার পর আবারো জরিমানার কবলে পড়লেন ডি ভিলিয়ার্স। তাই আগামী ১২ মাসের মধ্যে আবারো জরিমানার কবলে পড়লে, আবারো এক ম্যাচ নিষেধাজ্ঞার স্বাদ পাবেন ডি ভিলিয়ার্স।-বাসস
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে